বাংলা৭১নিউজ,হিলি (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে ১৯৬ পিচ ইয়াবাসহ কবির হোসেন (২৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বিজিবি ২০ ব্যাটালিয়নের মংলা বিশেষ ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাতে ইয়াবাসহ মাদক চোরাকারবারী কবিরকে আটক করেন।
হাকিমপুর থানার এএসআই আবুল কালাম আজাদ জানান, উপজেলার সীমান্তবর্তী নন্দিপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে কবির হোসেন সীমান্তের ২৮৭ নং মেইন সীমান্ত পিলারের ২শ’ গজ অভ্যন্তরে ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে বিক্রয়ের উদ্যেশ্যে অবস্থানকালে তাকে আটক করেন।
এ ব্যাপারে শনিবার হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রিণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএম