বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন উপলক্ষ্যে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি বিজিবি’কেও শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ।
সোমবার সকাল ১০ টার দিকে হিলি সীমান্তের শুন্যরেখায় হিলি চেকপোষ্ট বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু নাছের ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর হ্যাপনি কাথী এর হাতে মিষ্টি উপহার তুলে দেন।
বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু নাছের জানান, উভয় সীমান্ত রক্ষীদের মাঝে সৌহাদ্য ও ভাব-সম্প্রতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় হয়ে থাকে।
বাংলা৭১নিউজ/জেএস