বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: হিলি সীমান্তে পুলিশ ও বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে গরু মোটাতাজাকরন ট্যাবলেট, ফেন্সিডিল ও ইনজেকশনসহ ১ জনকে আটক করেছে।
সোমবার ভোর রাতে হাকিমপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল হাকিম আজাদ এর নেতৃতে পুলিশ পৌরসভার হিরামতি সিনেমা হলের সামনে থেকে জুয়েল মিয়াকে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৮০০ পিচ ধসঢ়ড়ষ খঁঢ়রমবংরপ ওহলবপঃরড়হ ইঞ্জেকশনসহ আটক করে । জুয়েল মিয়া হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের বাচ্চু হোসেনের ছেলে।
এছাড়াও বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি টহলদল হিলি সীমান্তের মুহাড়াপাড়া এলকায় চোরাকারবারীদের ধাওয়া করলে চোরাকারবারীরা ১লাখ ৬৮ হাজার পিচ ভারতীয় নিষিদ্ধ গরু মোটাতাজাকরন ট্যাবলেট ও ২৬৭ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় । পরে বিজিবি সদস্যরা গরু মোটাতাজাকরন ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধার করে ক্যাম্প নিয়ে আসে।
আটককৃত মালামালের মুল্য ৫৩ লাখ ৮ হাজার টাকা বলে পুলিশ ও বিজিবি জানায়।
বাংলা৭১নিউজ/জেএস