বাংলা৭১নিউজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি: হিলি সীমান্তের আইসিপি গেট পরিদর্শন করলেন ভারতের বিএএসফের এ্যাডিশনাল আইজি সানজিভ কুমার শর্মা।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বিএসএফের এ্যাডিশনাল আইজি সীমান্তের চেকপোষ্ট গেটের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন শূন্যরেখায় পৌঁছালে তাকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক ।
এসময় হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার চানঁ মিয়া,ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শিলিগুড়ির নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি আজমল শিং,পতিরাম-১৯৯ ব্যাটালিয়নের অধিনায়ক বিএস নেগী সহ দু-দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এমকে