বাংলা৭১নিউজ, হিলি প্ররতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ১ লাখ ৪২ হাজার টন কয়লা লোপাটের ঘটনায় কয়লাখনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিনসহ চারজন যেন কোনোভাবেই দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশ ত্যাগ করতে না পারে সেলক্ষ্যে ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এ সংক্রান্ত নির্দেশনা পৌঁছায় ।নির্দেশনায় বড়পুকুরিয়া কয়লাখনির সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন, মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নুরুজ্জামান চৌধুরী ও উপমহাব্যবস্থাপক (স্টোর) এ কে এম খালেদুল ইসলাম, সদ্যবিদায়ী মহাব্যবস্থাপক (প্রশাসন ও কোম্পানি সচিব) আবুল কাশেম প্রধানিয়ার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা লোপাটের ঘটনায় কয়লাখনির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিনসহ চার জন যাতে কোনও ক্রমেই বিদেশে যেতে না পারে সে বিষয়ে বুধবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নির্দেশনা আসে। নির্দেশনা পাওয়ার পর থেকেই আমরা প্রত্যেক পাসপোর্ট যাত্রীর নাম ও ছবি দেখে তার পরিচয় নিশ্চিত হওয়ার পরেই তাকে ভারতে যাওয়ার অনুমতি দিচ্ছি।
বাংলা৭১নিউজ/জেএস