দিনাজপুরের হিলি রেল স্টেশন রোর্ড এলাকায় এক বাড়ীতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ রিতা বেগম (২৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মধ্যবাসুদেবপুর গ্রামের হিলি রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রিতা বেগমের নিজ বাড়ী থেকে ৬ কেজি গাঁজাসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
আটককৃত রিতা বেগম ওই এলাকার মামুনুর রশিদের স্ত্রী। আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/এমকে