বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: হিলি সীমান্তের ঘাসুরিয়া এলাকা দিয়ে ভারত থেকে শুক্রবার গভীর রাতে ৫ কোটি ৬ লক্ষ ৪৪ হাজার টাকা মুল্যের ৯ লাখ ৪০ হাজার ডেক্সন ট্যাবলেট ও ৭ লাখ ৪৮ হাজার প্যারোপটিন ট্যাবলেট মালিক বিহীন অবস্থায় আটক করেছে।
ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ নাসির উদ্দিন জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে টহল দল সীমান্তে মেইন পিলার ২৮৮/২৬-এস হতে ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নয়ানগর পাকা রাস্তার চোরাকারবারীদের ধাওয়া করলে তারা ভারতীয় ট্যাবলেট ফেলে পালিয়ে যায়। আটককৃত ৯ লাখ ৪০ হাজার ডেক্সন ট্যাবলেট ও ৭ লাখ ৪৮ হাজার প্যারোপটিন ট্যাবলেট হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস