বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে হিলি বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোসা.শুকরিয়া পারভীন এ জরিমানা করেন।
এসময় হিলি বাজারের মানিক বেকারীকে নিরাপদ খাদ্য আইনে ৫০ হাজার টাকা, এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ভোক্তা অধিকার আইনে নির্মল কফি হাউজকে ১৫ হাজার টাকা, বাবা হোটেলকে ১৫ হাজার টাকা ও হিলটন হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে জিলাপি তৈরি ও বিক্রির দায়ে একটি দোকান বন্ধ করে দেওয়া হয়। রমজানের বাকি দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস