বাংলা৭১নিউজ,হিলি (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে নির্ধারীত মুল্যের চেয়ে বাড়তি মুল্য নেওয়ায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হিলির কাঁচাবাজারে ও চালের বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। এসময় সেখানে হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আরমান আলী উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, করোনা ভাইরাসের কারনে সাধারণ ক্রেতারা বাড়তি পণ্য কিনছেন সেটিকে পুজি করে অনেক ব্যবসায়ী বেশি মুল্য নিচ্ছেন এমন অভিযোগে হিলি বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ২টি পেঁয়াজের দোকানকে ও ১টি চালের দোকানকে নির্ধারীত মুল্যের চেয়ে বেশি মুল্য নেওয়ায় ও ১টি জিলাপির দোকানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। কেউ যেন মুল্য বৃদ্ধি করতে না পারে সে লক্ষ্যে আগামীতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/এসএইচ