বাংলা৭১নিউজ,হিলি(দিনাজপুর)প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকারী আইন অমান্য করায় দিনাজপুরের হিলিতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা। রবিবার সন্ধ্যায় হিলি বাজারে তারা অভিযান পরিচালনা করেন।
অকারনে মটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে হিলিতে ঘুরতে আসায় এক নারীসহ ১১ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৮ হাজার ১’শ টাকা অর্থ জরিমানা করা হয় এবং ১ চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম।
তিনি স্থানীয় সকলকে সরকারী বিধি-নিষেধ মেনে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হয়ে সামাজিক দুরুত্ব বজায় রাখার আহ্বান জানান। এবং অকারনে ঘর থেকে বাহির না হওয়ার জন্য বলেন। এ সময় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ, ১১ আনছার ব্যাটালিয়ন কমান্ডার আনোয়ার জাহিদ উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এফআর