বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে সাড়ে ৪শ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাকিমপুর থানার পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে ওসি তদন্ত আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ হিলি চেকপোস্ট রোড়ে গুলশান বেগম (৪৫) ও সোহেল রানা (৩৫) নামের ২ মাদক ব্যাক্তিকে আটক করেন এবং তাদের দেহ তল্লাসি করে ৪শ ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে।
আটক ইয়াবা ব্যাবসায়ী গুলশানআরা হাকিমপুর উপজেলার বৈগ্রামের তয়েজ উদ্দিনের মেয়ে ও সোহেল রানা একই উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের মৃত আতোয়ার আলীর ছেলে। তারা চেকপোস্ট রোডের রাজ্জাক মল্লিকের বাড়িতে ভাড়া থাকতো। এ ব্যাপারে হাকিমপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস