বাংলা৭১নিউজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে দিনাজপুরের হিলিতে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা। আজ শনিবার দুপুরে হিলি বাজারে তারা অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালিন সময়ে হিলি বাজারে সেলুন এবং বন্দর-বাজার-ঘাট ও রাস্তায় অযথা ঘোরাফেরা করার অপরাধে ২২ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২১ হাজার ৭’শ টাকা অর্থ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফেউল আলম। তিনি স্থানীয় সকলকে সরকারী বিধি-নিষেধ মেনে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হয়ে সামাজিক দুরুত্ব বজায় রাখার আহ্বান জানান।
এ সময় হিলি সার্কেল সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, সেনাবাহিনীর ৬৬ পদাতিক এর ক্যাপ্টেন আবু আহাদ হিমেল উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এবি