হিলি বন্দরের ব্যবসা গতিশীল করতে ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সহযোগিতা চেয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি সাংবাদিক সম্মেলন করেন। এ সময় তারা লিখিত বক্তব্যে বন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরে সহযোগিতা চান।
আজ শনিবার দুপুরে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের হলরুমে হিলির প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে নর্ব নির্বাচিত কমিটির সদস্যরা সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
হিলি স্থলবন্দরের উন্নয়ন, সরকারের বেশি রাজস্ব আহরন করার জন্য পানামা পোটের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ওয়ে ব্রীজের ওজন সঠিক করন, পোর্টের নাইট চার্জ নিধারন. কাঁচামালের স্থান নিধারন, মালামাল চুরি রোধ করন, ভারতীয় খালি গাড়ী রাখার স্থান নিধারন, পণ্য রক্ষনা বেক্ষন, যানজট নিরসন, বন্দরের ব্যবসা বানিজ্য ত্বরাণিত করন বিষয়ে সাংবাদিকদের সহ যোগিতা চাইলেন নব নিবাচিত কমিটির সাধারন সম্পাদক মেয়র জামিল হোসেন চলন্ত । এ সময় কমিটির সভাপতি আব্দুর রহমান লিটন সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/বিএফ