দিনাজপুরের হিলিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন পালন করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সকালে জন্মদিন উপলক্ষে হাকিমপুর উপজেলায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার নূর-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর রশিদ। এসময় উপজেলার ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাব মল্লিক, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এমকে