দিনাজপুরের হিলি স্থলবন্দরের সর্কীণ রাস্তা সম্প্রসারণ ও যানজট নিরসনের দাবিতে সড়ক অবরোধ ও ঘন্টাব্যাপী মানববন্ধন করছেন বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
পরে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন তারা।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বন্দরের চারমাথা মোড়ে কয়েক শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন ও সড়ক অবরোধে অংশগ্রহন করেন। এসময় আশাপাশে গাড়ি আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন,হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, বাংলাহিলি বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ওয়াদুদ,অটো ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জিয়া উদ্দিনসহ আরও অনেকে।
বাংলা৭১নিউজ/পিকে