আলোকিত জীবন চাই, অন্ধকারচ্ছন্ন জীবন নয়- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে আসক্ত পুর্নবাসন সংস্থা (আপস) এর পরামর্শ মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় আপস কার্যালয়ে হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিনের সভাপতিত্বে পরামর্শমুলক সভায় বক্তব্য রাখের হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, পৌর আওয়ামৗলীগের সাধারন সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, পৌর কাউন্সিলর শামিম আহম্মেদ, পৌর কাউন্সিলর খোকন আলী, পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক রাকিব হাসান ডালিম ও আপস আউটলেক ম্যানেজার রবিউল আউয়ালসহ অনেকে ।
আপস আউটলেক ম্যানেজার রবিউল আউয়াল বলেন, হিলিতে ৩শ ৬৫ জন যুবক সুইয়ের মাধ্যমে মাদক গ্রহন করে থাকেন। সুইয়ের মাধ্যমে মাদক গ্রহনকারী এবং তাদের যৌন সঙ্গীদের জন্য সমম্বিত এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম চলছে। আপস প্রান্তিক ও অবগলিত মাদকসেবি জনগোষ্টির প্রতিটি ঘরে ঘরে জনসচেতনতা সৃষ্টির মাধ্যেমে যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বাংলা৭১নিউজ/পিকে