বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: হিলিতে ভয়াল ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে উপজেলা পরিষদ মিলয়াতনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক মেয়র কামাল হোসেন রাজ, মুক্তিযোদ্ধা লিয়াকত আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
আলোচনা সভা শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সকালে সংসদ সদস্য শিবলী সাদিকের নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলায় এক শোক র্যা লী বাহির করা হয়। র্যা লীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
বাংলা৭১নিউজ/জেএস