বাংলা৭১নিউজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি: হিলিতে ভেজাল কীটনাশক তৈরির সময় কীটনাশক তৈরি সরঞ্জামদী ,ভেজাল কীটনাশক সহ হাবিবুর রহমান নামের একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টায় হিলির চৌধুরি ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান, বালু,পাথরের ইটের গুড়া দিয়ে ভেজাল কীটনাশক তৈরি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে হাবিবুর রহমানের বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এসময় ভেজাল কীটনাশক,কীটনাশক তৈরির সরঞ্জামদী সহ তাকে হাতে নাতে আটক করা হয়।
পরে ভেজাল কীটনাশক তৈরি অপরাধে ভ্রাম্যমান আদালতে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম।
আটক হাবিবুর রহমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার চৌধুরি ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।
বাংলা৭১নিউজ/এসএম