দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনঞ্জেকশন অ্যাম্পলসহ ওমর ফারুক (১৪) নামের এক কিশোরকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ছাতনী চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কিশোর হাকিমপুর উপজেলার বৈগ্রাম পশ্চিমপাড়া এলাকার মৃত আহাদ আলীর ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মাদকের একটি বড় চালান হিলি থেকে ঘোড়াঘাটে উদ্দ্যেশে রওনা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ছাতনী চারমাথায় অটোভ্যান আটকিয়ে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১৫৪০ পিচ অ্যাম্পল জব্দ করা হয়। সেই সঙ্গে আটক করা হয় ওমর ফারুককে।
বাংলা৭১নিউজ/এমকে