বাংলা৭১নিউজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলকার গরীব অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান এবং ছানি পড়া রোগীদের নির্নয় করা হয়।
হিলির বোয়ালদাড় ওয়াকফ এস্টেট এর আয়োজনে আন্ধেরী হিলফি বন জার্মানীর অর্থায়নে বৃহস্পতিবার সকাল থেকে বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এই বিনামুল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়। এলাকার বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা গ্রহনের জন্য সেখানে উপস্থিত হন।
দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্জন তানিুমল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি চক্ষু চিকিৎসক দল সেখানে গরীব, অসহায় ও দুস্থ মানুষদের বিনামুল্যে চোখের প্রাথমিক চিকিৎসা ও ওষধ প্রদান করেন এবং ছানি পড়া রোগীদের নির্নয় করার কাজ করেন। পরবর্তীতে তাদের দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করা হবে।
এসময় সেখানে বোয়ালদাড় ওয়াকফ এস্টেট এর মোতয়াল্লী মোকারম হোসেন খান, রাসেল খানসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসকে