বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তের নওপাড়া গ্রামের নিকট একদল মাদক চোরাকারবারীকে ধাওয়া করে ১৮০ বোতল ফেন্সিডিলসহ মনজুরুল হোসেন (২৬) নামের এক মাদক চোরাকারবারীকে আটক করেছে হাকিমপুর থানার পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান, আজ রবিবার ভোরে ভারত থেকে একদল চোরাকারবারী ফেন্সিডিল নিয়ে আসার পথে উপজেলার নওপাড়া গ্রামের নিকট এএসআই ফরহাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ চোরাকারবারীদের ধাওয়া করে। এ সময় অন্যান্য চোরাকারবারীরা পালিয়ে গেলেও মনজুরুল হোসেন শরীরে ফিটিং অবস্থায় ১৮০ বোতল ফেন্সিডিলসহ ধরা পড়ে।
এ ব্যাপারে হাকিমপুর থানায় মনজুরুল হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। আটক মনজুরুল হোসেন হাকিমপুর উপজেলার সাতকুড়ি গ্রামের কোরমান আলীর ছেলে।
বাংলা৭১নিউজ/ম স হ