বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল, ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ একটি টহল দল বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় একটি মোটরসাইকেল, ২২২ বোতল ফেন্সিডিল, ১৮পিস ইয়াবা, ১শ গ্রাম গাঁজাসহ খোকন, আজিজ, রাজ্জাক, ইনছার, আফজাল নামের ৫জনকে আটক করা হয়।
আটককৃতরা সকলেই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে পূর্বেরও মামলা রয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরন করা হয়েছে। আটককৃতরা সকলেই হিলি ও পাঁচবিবি এলাকার বাসিন্দা।
বাংলা৭১নিউজ/এসকে