বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি : পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরনসহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে পরিবার পরিকল্পনা মাঠ কর্মীরা।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের সামনে এই মানববন্ধন পালন করেন তারা ।
উক্ত সমিতি হাকিমপুর উপজেলা শাখার সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মেরিনা আকতার, মাঠকর্মী ফরহাদ হোসেন। সভায় বক্তারা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীদের শিক্ষাগত যোগ্যতা উন্নতীকরনসহ নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবী জানানো হয়। অন্যথায় আগামী ১লা এপ্রিল থেকৈ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঘেরাওয়ের মত কঠোর কর্মসূচী ঘোষনার কথা বলেন।
পরে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ৬ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস