বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি:হিলির মাধবপাড়া এলাকায় ধান বোঝাই ইজি পাওয়ার চাপায় সোহাগ নামের প্রথম শ্রেনীর ছাত্র নিহত হয়েছে।
আজ শনিবার দুপুরে এ র্দুঘটনা ঘটে । নিহত সোহাগ খট্রামাধব পাড়া ফুলকুড়ি ক্যাডেট স্কুলের প্রথম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও এলাকা বাসী জানান, নিহত সোহাগ স্কুল থেকে ফেরার পথে সে রাস্তা পারা পার হওয়ার সময় পিছন দিক থেকে ধান বোঝায় ইজি পাওয়ার তাকে চাপা দেয় । এসময় গ্রামের লোকজন সোহাগকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন । নিহত সোহাগ মাধবপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের এক মাত্র ছেলে ।
পুলিশ ইজি পাওয়ার টি জব্দ করলেও ঘাতক চালককে আটক করতে পারেনি ।
বাংলা৭১নিউজ/জেএস