বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলির চুরিপট্টি গ্রামে দুই বাড়ীতে আগুন, একটি খড়ের পালা পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রনে এনেছে।
বুধবার রাত সোয় ৯ টার দিকে সীমান্ত এলাকার হিলি-হাকিমপুর পৌরসভার চুরিপট্টি গ্রামে এই আগুনের ঘটনাটি ঘটে। আর অল্পের জন্য রেহায় পেলো পুরো গ্রামটা। তবে তাৎক্ষনিক ক্ষতির পরিমান জানা যায়নি।
এলাকাবাসীরা জানান, চুরিপট্টি গ্রামের রহিদের বাড়ীতে অসাবধানতায় এ আগুনের সুত্রপাত ঘটে। পরে ওই বাড়ীর পশ্চিমের হুক্কুর বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। তার টিনের ঘরে আগুন লেগে যায়, এরপর বাড়ীর পাশের খড়ের পালা আগুনে পুড়তে থাকে। এসময় ক্ষনিক সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়।
হিলি ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষনিক তারা এসে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
বাংলা৭১নিউজ/জেএস