বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে বুধবার চোলাই মদের কারখানার মালিক ও সেবনকারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। কারখানা থেকে ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, চন্ডিপুর আদিবাসী পাড়ায় শ্যামল মুর্মু ও হিরা লাল মুর্মু চোলাই মদ তৈরি করে বিক্রয় করার অভিযোগে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। পরে শ্যামলের বাড়ি থেকে ৩টি প্লাস্টিকের জারিকিনে ৩০ লিটার ও হিরা লালের বাড়িতে ২টি প্লাস্টিকের জারকিনে ২০ লিটার চোলাই মদ ও ভারতীয় নিষিদ্ধ হুসইকি নামক দুই বোতল মদ উদ্ধার করে। পরে ওই দুই জনকে আটক করে থানায় নিয়ে আসেন । এসময় হীরা লালের বাড়ী থেকে শাহিন ও সিরাজুল ইসলাম নামে দুই মাদক সেবীকেও আটক করা হয় বলে জানান ওসি ।
বাংলা৭১নিউজ/জেএস