বাংলা৭১নিউজ,(হিলি)প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রামন রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ও বাড়ি থেকে বাহির হতে না পারায় বিপাকে পড়েছেন গরীব অসহায় মানুষজন। এমন অবস্থায় এসব মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করছেন বিভিন্ন কলেজে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়া হাকিমপুর ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ হিলির বাসুদেবপুর এলাকায় হাকিমপুর ফাউন্ডেশনের সদস্যরা বাড়ি বাড়ি ঘুরে এমন মানুষদের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরন করেন । প্রত্যেকদিন তারা ৫০জন অসহায়ের মাঝে দেড় কেজি করে চাল, আড়াইশ গ্রাম ডাল আর আধা কেজি করে আলু বিতরন করছেন।
হাকিমপুর ফাউন্ডেশনের সভাপতি মেহেদি হাসান বলেন, করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে মানুষ গৃহবন্দি হয়ে পড়েছেন। এতে করে কাজ করতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষজন। তাদের পাশে দাড়াতে আমাদের সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরন করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/এমএম