দিনাজপুরের নবাবগঞ্জ আশুরার বিলে ধান আবাদের দাবিতে এবং বাঁধ নির্মাণের প্রতিবাদে দীর্ঘ ১১ দিন ধরে একইভাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছে বিল পরের কয়েক হাজার নারী-পুরুষ।
দিনের প্রখর রোদ আর রাতের শীত উপেক্ষা করে গত ২৯ অক্টোবর থেকে বাঁধের ওপর একইভাবে অবস্থান ধর্মঘট চলে আসলেও প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই। আন্দোলনকারীদের অনেকেই ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।আন্দোলনকারীরা বলছেন, যতোদিন প্রশাসনের পক্ষ থেকে বিলে বাঁধ নির্মাণ না করার আশ্বাস পাওয়া যাচ্ছে ততোদিন তাদের এই অনির্দিষ্ট কালের অবস্থান ধর্মঘট চলবে।
তাদের দাবি বিলে বাঁধ নির্মাণের ফলে পানির প্রবাহ বন্ধ হয়ে বিলে পানি জমে থাকে। ফলে শুষ্ক মওসুমে বিলের জমিতে ধান চাষ করা থেকে বঞ্চিত হচ্ছে বিল পারের কয়েক হাজার কৃষক। প্রধামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিলপারের এসব অসহায় কৃষক।
বাংলা৭১নিউজ/এএম