বাংলা৭১নিউজ, হিলি (দিনাজপুর)প্রতিনিধি: ”পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি, সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে র্যালী, আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর থানার আয়োজন উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে কেক কাটা হয়। পরে হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন
হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, পৌরমেয়র জামিল হোসেনসহ অনেকে।
সভায় বক্তারা কমিউনিটি পুলিশিং কমিটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সেই সাথে এই কমিউিনিটি পুলিশিং কমিটি গঠনের ফলে মাদক জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গঠনে অগ্রনি ভুমিকা রাখছে বলেও জানানো হয়।
বাংলা৭১নিউজ/সিএইচ