হিলি সীমান্তে ভারত থেকে অবৈধ পথে আনা ৪০ হাজার এয়ার রাইফেলসের গুলি জব্দ করেছে বিজিবি। শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে ডাঙ্গাপাড়া চেকপোস্ট এলাকায় অটোভ্যান থেকে এসময় জব্দ করা হয়।
২০-বিজিবি অধিনায়ক লে.কর্ণেল ফেরদৌস হাসান টিটু জানান, বিজিবি চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিজিবি সদস্যরা যাত্রীবাহী অটোবাইকে তল্লাশি চালায়। এসময় অটোর সিটের নিচে অভিনব কায়দায় রাখা পলিথিন ব্যাগে মোড়ানো ৪০ হাজার পিস ইয়ার গানের গুলি জব্দ করা হয়।
তবে এসময় কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত গুলির মূল্য ৮১ লাখ ৬০ হাজার টাকা
বাংলা৭১নিউজ/এমকে