এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমের লক্ষে দিনাজপুরের হিলিতে আউটলেট এ্যাডভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১২ টায় বে-সরকারী সংস্থা পূর্নবাসন (আপস) এর আয়োজনে সিপি রোডে সংস্থার কার্যালয়ে আউটলেট এ্যাডভাইজারী কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন এ্যাডভাইজারী কমিটির সহ-সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও এ্যাডভাইজারী কমিটির সদস্য নাসিম আহম্মেদ টুকু,পৌর কাউন্সিলর শামীম হোসেন,খোকন ও সংস্থার ম্যানেজার রবিউল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় সুঁইয়ের মাধ্যমে মাদক গ্রহনকারী ও তাদের যৌনসঙ্গীদের জন্য এইচআইভি প্রতিরোধ সমম্বিত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা ও এই কার্য্যক্রমে মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্টিকে সেবা প্রদান করার বিষয়ে আলোচনা করা হয়।
বাংলা৭১নিউজ/এমকে