বাংলা৭১নিউজ,(হিলি)প্রতিনিধি: দিনাজপুরের হিলি-হাকিমপুরকে আজ খেকে লকডাউন ঘোষনা করা হয়েছে। উপজেলা নিবাহী অফিসার আব্দুর রাফিউল আলম এক নির্দেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই লকডাউন ঘোষণা দেন।
এ সময় বাইরের জেলা ও উপজেলা থেকে কেউ, বা কোন পরিবহন এই উপজেলায় প্রবেশ করতে পারবে না। আবার এ উপজেলা থেকে বাইরেও যেতে দেয়া হবে না। এ উপজেলা সাথে সংযোগ বা যাতায়ত বন্ধ থাকবে।
এদিকে লকডাউনের আওতার বাইরে জরুরী শিশুখাদ্য, ওষুধের দোকান, এাম্বুলেন্স, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ী, বিদ্যুৎ, ফায়ার সার্ভিস থাকবে বলে উপজেলা নিবাহী অফিসার নিশ্চিত করেছে।
বাংলা৭১নিউজ/এফআর