বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ওসি মনিরের সম্পদের পাহাড় কারাগারে সাবেক এমপি বোমা মানিক গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার এক ব্যক্তি টাঙ্গাইলে সড়কের পাশে পড়ে ছিল মাংস ব্যবসায়ীর মরদেহ খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির নীতিমালা জারি রতন টাটা মারা গেছেন নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ড. ইউনূসের ‘রিসেট বাটন’, ব্যাখ্যা দিলো প্রধান উপদেষ্টার দপ্তর টানা চারদিনের ছুটি শুরু দুর্গোৎসবের মহাসপ্তমী আজ দুর্গাপূজা উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় রোববার ফ্লোরিডায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিল্টন, ২০ লাখ পরিবার বিদ্যুৎহীন ব্যাংক বন্ধ আজ একদিনে আরও ৬৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে দুই পরিবারের ৮ জন নিহত বিএনপির ত্রাণ তহবিলে ২ লাখ টাকা দিলেন খালেদা জিয়া নিবন্ধন প্রথা বাতিল, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব চায় জামায়াত তরুণদের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নের আহ্বান আসিফ মাহমুদের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

হিলারি ১১, ট্রাম্প ১৯ রাজ্যে এগিয়ে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ রাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। গণনা চলছে।

এ পর্যন্ত ৩০ অঙ্গরাজ্যের প্রথমিক ফলাফলে ১১টিতে হিলারি, ১৯টিতে ট্রাম্প জয় পেয়েছেন। এছাড়া ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৯০টির ফলাফল জানা গেছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ১৬৮টি এবং হিলারি পেয়েছেন ১২২টি ইলেক্টোরাল ভোট। সূত্র- বিবিসি, সিএনএন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকায় ভোটগ্রহণ শুরু হয়। ছয়টি ‘টাইম জোন’ অনুযায়ী দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর আগে প্রার্থীরা তাদের উত্তেজনাপূর্ণ দীর্ঘ প্রচারণার সমাপ্তি টানেন।

স্থানীয় সময় মধ্যরাত থেকেই ফলাফল আসতে শুরু করেছে। ‘টাইম জোন’ হিসেবে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ফলাফল আগে আসছে।

ভোট শুরুর আগে সবক’টি জরিপে এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত ছিল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে।

বিবিসি’র সর্বশেষ জরিপ অনুযায়ী হিলারি ৪৮ ভাগ আর ট্রাম্প ৪৪ ভাগ ভোট পাবেন বলে জানানো হয়।

এদিকে প্রথা অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম প্রহরের ভোট আগেই শেষ হয়েছে। সাধারণতঃ ১০০ জনেরও কম ভোটার আছেন এমন শহরে মাঝরাতে ভোট দিতে দেয়া হয়।

যুক্তরাষ্ট্রে প্রথম প্রহরে ভোটের চিত্রকে বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করার ঐতিহ্য রয়েছে।

এক মিনিটেই একটি কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হয়। এর কিছুক্ষণের মধ্যে ফলাফলও পাওয়া গেছে। এতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দ্বিগুণ ভোটে হারিয়েছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।

অবশ্য অন্য একটি কেন্দ্রে হিলারিকে চারগুণ ভোটে হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

৮ নভেম্বর প্রথম প্রহরেই যুক্তরাষ্ট্রের নিউহাম্পশায়ারের ছোট্ট শহর ডিক্সভিল নচে ভোট গ্রহণ করা হয়।শহরটিতে ৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর মধ্যে হিলারি ক্লিনটন চারটি, ডোনাল্ড ট্রাম্প দু’টি এবং লিবারটারিয়ান পার্টির প্রার্থী গ্যারি জনসন পেয়েছেন একটি ভোট।

এদিকে ব্যালট পেপারে ম্যাসাচুয়েটসের সাবেক গভর্নর এবং ২০১২ সালে রিপাবলিকান প্রার্থী মিট রমনির নাম না থাকলেও তার নাম লিখে তাকে ভোট দেন এক ভোটার।

মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল জানিয়েছে, এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভোট গ্রহণ শেষ হয়ে যায়। এবার ৮ জন ভোটার ভোট দেন। এর মধ্যে ৬ জন ছিলেন পুরুষ এবং দু’জন নারী।

এদিকে নিউহাম্পশায়ারের আরেক কেন্দ্র মিলসফিল্ডে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পেয়েছেন ১৬ ভোট এবং ক্লিনটন পেয়েছেন চার ভোট।

ক্যারল কান্টির হার্টস লোকেসন কেন্দ্রে হিলারি ১৭ ভোট এবং ট্রাম্প ১৪ ভোট পেয়েছেন।

নির্বাচনে মার্কিন নাগরিকরা হাউস অব রিপ্রেজেন্টেটিভের ৪৩৫ জন সদস্যকে নির্বাচিত করার জন্য ভোট দিবেন। এরা দুই বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন।

এছাড়াও ভোটাররা ১০০ সিনেটরের মধ্যে ৩৪ জনকে নির্বাচিত করতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরা ছয় বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

ভোটাররা এ দিন ১২টি অঙ্গরাজ্যের গভর্নরও নির্বাচিত করবেন।

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com