বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল : স্থানীয় সরকারমন্ত্রী ‘ডিএসসিসির সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে’ ঢাকায় আসছেন ডোনাল্ড লু লোকসানে শিল্প মন্ত্রণালয়ের ২৮ প্রতিষ্ঠান : সংসদে শিল্পমন্ত্রী দেশে বিদ্যুতের চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা বেশি : নসরুল হামিদ ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি: নানক মুদ্রানীতি ও আর্থিকনীতি সমন্বয়ে ব্যবস্থাপনাগত দুর্বলতা আছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত সংকট সামাল দিতে শক্ত নেতৃত্ব প্রয়োজন: প্রধানমন্ত্রী ভোটের আগের দিন নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত আমরা একসঙ্গে জয়ী হব: শপথ নিয়ে বললেন পুতিন তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু মাধ্যমিকের ৩১ বইয়ে ১৪৭ ভুল, স্কুলে যাচ্ছে সংশোধনী জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ মাঝ-আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, জরুরি অবতরণ করলো ফ্লাইট সব হজযাত্রী সঠিক সময়ে যাবেন, সঠিক সময়ে ভিসাও হবে : ধর্মমন্ত্রী ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন স্মার্টকার্ড বিতরণ শুরু জনগণকে নিরপেক্ষভাবে সেবা দেওয়ার তাগিদ আইজিপির শিশুদের শুধু আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়া কঠিন : ডেপুটি স্পিকার বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহী ব্রিটিশ সরকার

হিলারিকে ভালোভাবে ঘুমানোর পরামর্শ ট্রাম্পের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর ৫০ দিনও বাকি নেই। তিনদিন পর ২৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে প্রধান দুই প্রার্থীর প্রেসিডেন্সিয়াল বিতর্ক। সেই টেলিভিশন বিতর্কের আগেই ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে খোঁচা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের আগে হিলারিকে ভালোভাবে ঘুমিয়ে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

অন্যদিকে ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে হিলারিকে পরামর্শ দেয়া হয়েছে বিতর্কে ট্রাম্পকে বেশি কথা বলার সুযোগ দেয়ার জন্য। কেননা ট্রাম্প যতই কথা বলবেন ততই হিলারির লাভ হবে।

খবর পলিটিকো অনলাইনের।

স্থানীয় সময় মঙ্গলবার হিলারিকে কোনো প্রচারণায় যোগ দিতে দেখা যায়নি। এতে ৬৮ বছর বয়সী হিলারিকে ব্যঙ্গ করেন ৭০ বছরের ট্রাম্প। ট্রাম্প ব্যঙ্গ করে বলেন, ‘আজ তার (হিলারির) ছুটির দিন।’ নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকে হিলারিকে স্বাস্থ্য নিয়ে খোঁচা দেয়ার কোনো সুযোগই হাতছাড়া করছেন না ট্রাম্প। অসুস্থতার দিকে ইঙ্গিত করেই এবার ঘুমানোর পরামর্শ দিলেন তিনি।

হিলারি তার প্রচারণার নির্দিষ্ট সময়সূচি থেকে গতকাল ছুটি নিয়েছেন জানতে পেরে ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘হিলারি ক্লিনটন আবারও ছুটি নিয়েছেন, তার বিশ্রামের প্রয়োজন। ভালো করে ঘুমাও হিলারি- বিতর্কে দেখা হবে।’

মার্কিন নির্বাচনের আগে তিনটি প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রথম সিরিজ ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হবে। আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে এ তিনটি বিতর্কে একজন প্রার্থীর উপস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পকে বেশি কথা বলার সুযোগ দিতে হিলারিকে পরামর্শ দিয়েছেন ডেমোক্রেট নেতারা। তাদের মতে, ‘এর মাধ্যমে ট্রাম্প নিজেই নিজের স্ক্রু ঢিলা করবেন।’

ট্রাম্প যত কথা বলবেন, ততই হিলারির লাভ। কেননা তার অধিকাংশই কথাই বিতর্কিত ও বেফাঁস।

ডেমোক্রেটিক সিনেটরিয়াল ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান জন টেসার বলেন, ‘তিনি (ট্রাম্প) শুধু আজেবাজেই কথাই বলতে যাচ্ছেন, তাকে সুযোগ দিন।’ টেসারের মতে, তিক্ত মেজাজের ট্রাম্প বিতর্কের সময় তার টেলিপ্রোম্পটারের ওপর নির্ভর করে থাকতে পারবেন না। কিছুদিন আগে ওয়াশিংটন পোস্টের সঙ্গে সাক্ষাৎকারে নিজের টেলিপ্রোম্পটার সরিয়ে রেখে বারাক ওবামার জন্মস্থান নিয়ে আন্দাজে বক্তব্য দিয়েছিলেন। প্রসঙ্গত রাষ্ট্রপ্রধানরা দ্বিপাক্ষিক বৈঠক, কোনো বিতর্ক বা সম্মেলনে স্ক্রিপ্ট বক্তব্যের পাশাপাশি টেলিপ্রোম্পটারের সাহায্য নিয়ে থাকেন, যেখানে কোনো আলোচনা উঠলে কম্পিউটারের মাধ্যমে তাকে তথ্য দিয়ে সহায়তা করেন বিশেষজ্ঞ কর্মকর্তারা। স্ক্রিনে সেটি দেখে নিতে হয়।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com