বাংলা৭১নিউজ, ঢাকা : হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক অধ্যাপক মহিউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত।
এই আদেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচার শুরু হলো।
উত্তরা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত।
আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। একই সঙ্গে বিচারক মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য ২৪ অক্টোবর দিন ধার্য করেছেন।
২০১০ সালে উত্তরা মডেল থানায় এ মামলা দায়ের করা হয়।
বাংলা৭১নিউজ/সিএইস