মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশনের সিলেট বিভাগীয় ও ৪ জেলা কমিটি গঠিত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ১৬৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সিলেট অফিস : হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশনের চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী এডভোকেট মাহমুদা আখতার বলেছেন, দেশের আপামর জনসাধারণকে মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রয়োজনয়ীতা সম্পর্কে বুঝানো ও পরমসহিষ্ণুতায় উৎসাহিত করার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা এবং গণসংযোগের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করতে হবে। এছাড়াও নাগরিক অধিকারের পাশাপাশি নাগরিক দায়িত্ব সম্পর্কে জনগণকে সচেতন করাই হবে।
এ লক্ষ্যকে সামনে রেখে সিলেট বিভাগীয় ও জেলা কমিটির সদস্যরা কাজ করে যাবেন। সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উদ্দেশ্যে গঠিত হয়েছে হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সদস্যবৃন্দ সব সময়েই তাদের পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি ২৭ জানুয়ারি শনিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশনের উদ্যোগে সিলেট বিভাগীয় ও ৪টি জেলা কমিটির উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশনের সমন্বয়কারী মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে ও যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্গানাইজেশনের মহাসচিব মোঃ ফজলুল হক, পাবলিসিটি এন্ড কমিউনিকেশন ডাইকেরটর মোঃ তৌহীদ হোসেন, অর্গানাইজিং এন্ড ইনভেস্টিগেশন ডাইকেরটর মোহাম্মদ জিয়াউল হাসান, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্বিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেটের কো-অডিনেটর এডভোকেট মোঃ ইরফানুজ্জামান চৌধুরী, শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ নজরুল, বাংলাদেশ পণ্য আমদানীকার সমিতির সভাপতি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক কাপ্তান হোসেন, বাংলাদেশ গ্রীন ক্রিসেন্ট সোসাইটির গভর্নর ও প্রবাসে নিউজ ডটকমের সম্পাদক গোলাম শাদাত জুয়েল, জাতীয় প্রাথমিক শিক্ষক পদকপ্রাপ্ত সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি নুরুল ইসলাম, জাতীয় যুব পদকপ্রাপ্ত সফল আত্মকর্মী ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নুরুন নাহার বেবী, রোটারী ক্লাব অব গার্ডেন সিটি সিলেটের পরিচালক রোটারিয়ান ইঞ্জিনিয়ার মসহুর আলম মুন্না। স্বাগত বক্তব্য রাখেন শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট শাকি শাহ ফরিদী ও রাধিকা রঞ্জন তালুকদার। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদ শফিক চৌধুরী ও গীতা পাঠ করেন প্রদীপ কুমার দাশ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com