বাংলা৭১নিউজ, ডেস্ক : টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথম বাংলাদেশকে খেলতে আমন্ত্রণ জানিয়েছে ভারত। আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।
তবে ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্ট ম্যাচ নিয়ে একটু শঙ্কা জেগেছিল। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন এই টেস্ট ম্যাচ আয়োজন করতে অপারগতা প্রকাশ করেছে। অপারগতা প্রকাশ করার কারণ অর্থ সঙ্কট। কিন্তু সব সঙ্কট ও শঙ্কা কেটে গিয়ে শেষ পর্যন্ত ভারতের হায়দরাবাদেই হচ্ছে ভারত-বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট।
আজ শুক্রবার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
তাদের ই-মেইল বার্তায় প্রকাশিত সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি বাংলাদেশ দল ভারতের হায়দরাবাদে পৌঁছবে। ৩ ও ৪ ফেব্রুয়ারি তারা সেখানে বিশ্রাম নেবে অথবা অনুশীলন করবে। ৫ ও ৬ ফেব্রুয়ারি ভারতের ‘এ’ দলের বিপক্ষে একটি দুইদিনের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ।
৭ ফেব্রুয়ারি বিশ্রাম নেবে বাংলাদেশ। চাইলে কেউ অনুশীলনও করতে পারবে। ৮ ফেব্রুয়ারি অনুশীলনের পর ৯ ফেব্রুয়ারি টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে চলবে এই টেস্ট।
সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের উদ্দেশ্যে ভারত ছাড়বে বাংলাদেশ দল।
বাংলা৭১নিউজ/এন