বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক হাজতী হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর পৌনে একটার দিকে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই কারারক্ষিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নেত্রকোনা জেলা কারাগারের জেল সুপার মোঃ আব্দুল কদ্দুছ জানান, নেত্রকোনা জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকার বাদল মিয়ার পুত্র মেহেদী হাসান আলম (৩৫) গত ৩ মে মাদক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে ৪ মে জেলখানায় আসে।
বুধবার সকালে সে অসুস্থ বোধ করলে ১০টার দিকে তাকে চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। দুপুর পৌনে ১টার দিকে সে হ্যান্ডকাপসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়। বিষয়টি তাৎক্ষনিক উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
দায়িত্ব অবহেলার অভিযোগে কারারক্ষি সাইফুল ইসলাম ও জয়নাল আবেদিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পলাতক হাজতী আলমকে গ্রেফতার করার জন্য পুলিশের সাহায্য চাওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস