বাংলা৭১নিউজ, ডেস্ক: দুই রাত কাটানোর পর অবশেষে হাসপাতাল ছেড়েছেন টাইগার সেনসেশন মোস্তাফিজুর রহমান। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে লন্ডন প্রবাসী বাংলাদেশি এজিএম সাব্বিরের বাসায় আতিথ্য গ্রহণ করেছেন কাটার মাস্টার। এর আগে অস্ত্রোপচারের পর ব্যথার কারণে দুই রাত হাসপাতালে অবস্থান করতে হয়েছে তাঁকে।
গত বৃহস্পতিবার কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালের শল্যবিদ অ্যান্ড্রু ওয়ালেস সফলভাবেই শেষ করেন মোস্তাফিজুর রহমানের বাঁ কাঁধের অস্ত্রোপচার। অস্ত্রোপচার করতে সময় লেগেছে ৫০ মিনিটের মতো।
আগামী ১২ সপ্তাহের মধ্যে নেটে ফিরতে পারবেন মোস্তাফিজ এমনটি জানান অ্যান্ড্রু ওয়ালেস। গত ২২ জুলাই ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে ম্যাচে কাঁধে ব্যথা অনুভব করেন মোস্তাফিজ।
এরপর এমআরআই রিপোর্টে বাম কাঁধের স্ল্যাপেই সমস্যা ধরা পড়ে তাঁর। লন্ডনের ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচার মোস্তাফিজকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরে আরও কয়েকজন চিকিৎসককে দ্বারস্থ হন মোস্তাফিজ। এমআরআই করান একাধিকবার। তারা সবাই অস্ত্রোপচারের পরামর্শ দেন।
১৪ মাসের ক্যারিয়ারে পাঁচবার ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। গেল নভেম্বর থেকেই ইনজুরি প্রবণতার মধ্য দিয়ে যাচ্ছিলেন মোস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে টি-২০ সিরিজের কিছু দিন মাঠের বাইরে ছিলেন তিনি। খেলা হয়নি এশিয়া কাপের ফাইনালও।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হয় মোস্তাফিজের পথচলা। অভিষেকের পর থেকেই দারুণ নৈপুণ্য ছড়িয়ে যাচ্ছেন ২০ বছর বয়সী এই পেসার। ওয়ানডেতে ভারতকে একাই গুড়িয়ে দেন তিনি। দশম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট দখল করে ইতিহাসের পাতায় নাম লেখান। পরের ম্যাচে ৪৩ রানে নেন ৬ উইকেট। এরপর টেস্টেও স্মরণীয় অভিষেক। ৩৭ রানে ৪ উইকেট নিয়ে গড়েন আরেক নজির।
বাংলা৭১নিউজ/সিএইস