বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে বিএনপির মহাসচিব গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দীন দিদার।
ভর্তির পর পরই তার স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে বলে জানান দিদার। তিনি আরো জানান, মহাসচিব অসুস্থ বোধ করলে তাঁকে ইউনাইটেট হাসপাতালে নেওয়া হয় এবং ভর্তি করা হয়।
মির্জা ফখরুল আগে থেকেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। তিনি কয়েকবার বিদেশে চিকিৎসা করিয়েছেন বলেও জানান শামসুদ্দিন দিদার।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মা অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে ভর্তি আছেন।
বাংলা৭১নিউজ/জেএস