বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

হাসনাতের সন্ধান চেয়ে পরিবারের আবেদন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ৯৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: জঙ্গি হামলায় রক্তাক্ত গুলশানের হলি আর্টিজান বেকারি থেকে উদ্ধার আবুল হাসনাত রেজাউল করিমের সন্ধান চেয়ে পুলিশে আবেদন করেছে তার পরিবার।

গত ২ জুলাই অভিযানের পর উদ্ধার অন্যদের সঙ্গে হাসনাতকেও ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। পরে তাদের ছেড়ে দেওয়ার কথা পুলিশ জানালেও হাসনাতসহ দুজনের সন্ধান মিলছে না বলে তাদের পরিবারের দাবি।

হাসনাতের বাবা এম আর করিম বলেন, ‘সোমবার সকালে ছেলের সন্ধান চেয়ে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে লিখিত আবেদন করেছি।’

হাসনাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। গুলশানের ওই ক্যাফেতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যায় জড়িত এক যুবকও বেসরকারি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।

ওই হামলার বিষয়ে হাসনাতকে সন্দেহের কথা জানিয়েছিলেন ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তার সঙ্গে উদ্ধার তাহমিদ হাসিব খানকেও সন্দেহের কথা জানিয়েছিলেন তিনি।

কিন্তু হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা জানালেও দুজনের বিষয়ে সন্দেহমুক্তি হয়েছে কি না, সে বিষয়ে কোনো বক্তব্য পুলিশ দেয়নি। এই ঘটনার মামলায়ও তাদের আসামি করা হয়নি।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান শনিবার রাতে বলেন, ‘যাদের উদ্ধার করা হয়েছিল তাদের প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ এখন পুলিশের কাছে নেই।’

কিন্তু দুজনের পরিবারই বলছে, হাসনাত ও তাহমিদ বাড়ি ফেরেনি।

হলি আটিজান বেকারিতে কমান্ডো অভিযান শুরুর আগের এক ভিডিওতে ক্যাফে থেকে হাসনাত রেজা করিমকে সপরিবারে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।

এম আর করিম বলেন, ‘গত রবিবার পুলিশের মহাপরিদর্শক ও মহানগর পুলিশের কমিশনারের কাছে ছেলের হার্টের সমস্যা রয়েছে জানিয়ে তাকে দরকারি ওষুধ দেওয়ার অনুমতি চেয়েছিলাম। বিভিন্ন গণমাধ্যমে পুলিশের বরাত দিয়ে জানতে পারি হাসনাত পুলিশের হেফাজতে নাই। তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে তার সন্ধান চেয়ে আবেদন করেছি।

পুলিশ অস্বীকার করলেও এই দুজনের পরিবারের সন্দেহ, তাদের সন্তানরা ডিবির কাছেই রয়েছে।

তাহমিদের বাবা আবু লুৎফে ফজলে রহিম খান ওরফে শাহরিয়ার খান গত শনিবার বলেছিলেন, ‘তার ছেলে ডিবির কাছে আছে বলে তার বিশ্বাস।’

সোমবার শাহরিয়ারের ফোন নম্বরে কল করা হলে তার ভাগ্নি পরিচয় দিয়ে ফারাহ নামে একজন তা ধরেন। এ সময় তিনি বলেছিলেন ‘মামা অসুস্থ হয়ে পড়েছেন। খুব দুঃচিন্তায় আছি। তাকে আজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ এর চাইতে বেশি কিছু বলতে চাননি তিনি।

হলি আর্টিজান বেকারিতে জিম্মি দশার একটি ভিডিওচিত্র প্রকাশের পর নর্থ-সাউথের সাবেক শিক্ষক হাসনাতকে নিয়ে সন্দেহের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে এসেছিল।

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরের সঙ্গে যোগাযোগের কারণে হাসনাতকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অব্যাহতি দেওয়া হয়েছিল বলে গণমাধ্যমের খবর প্রকাশিত হয়। তিনি বেশ কিছু দিন যুক্তরাষ্ট্রে ছিলেন।

পরিবারের দাবি, মেয়ের জন্মদিনে স্ত্রী-সন্তানদের নিয়ে গুলশানের ওই অভিজাত খাবার দোকানে গিয়েছিলেন হাসানাত। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ গুলশান হামলার আগের দিন দেশে ফেরেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com