বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত স্থান থেকে বৃহস্পতিবার ভোরে কাদামাখা অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
নবজাতক ইউনিট (ইওসি) ভবনের পাশে ফুটফুটে ওই শিশুটিকে কুকুর ঘেরাও করে ঘেউ ঘেউ করতে থাকলে বাজার পাহারাদার টের পেয়ে প্রথমে সুইপার আরতিকে ডাকেন।
তিনি দায়িত্বে থাকা নার্স মিতালীকে নিয়ে নবজাতককে উদ্ধার করে ওয়ার্ডে নিয়ে রাখেন। পরে সকালে টিএইচও মুনির আহম্মদ শিশুটির খোঁজ নেন।
সাংবাদিকরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম ও ওসি মাহমুদুল হাসানকে জানালে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শিশুটির উরু ও কোমরের পেছন দিকে কুকুরের কামড়ের দাগ রয়েছে। নবজাতকটি কারও অবৈধ গর্ভপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/জেডএ