বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে একটি ৫ কেজি ওজনের মরা আইড় মাছ পাওয়া গেছে। শনিবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নদীর মধ্যম মার্দাশা বড়ুয়া পাড়া অংশে মাছটি ভেসে উঠলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একদল গবেষকের চোখে পড়ে।
এ বিষয়ে হালদা বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, ‘আমরা ছাত্রদের নিয়ে নিয়মিত গবেষণার কাজে আজকে হালদা নদীতে এসেছি। এখানে মাদার্শা এলাকায় একটি মরা আইড় মাছ ছাত্রদের চোখে পড়ে। পরে আমরা মাছটি উদ্ধার করি।’
তিনি আরও বলেন, ‘মাছটির গায়ে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কিছুর আঘাতে মাছটির মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’
বাংলা৭১নিউজ/জিকে