বাংলা৭১নিউজ, ঢাকা : আজ দিবাগত শেষ রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও-কোথাও মাঝারি থেকে ঘন ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরির্তন হতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত আবহাওয়া অধিদপ্তর এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে জানানো হয়েছে এ সময়ের মধ্যে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৩ মিনিটে আর আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে।
এদিকে আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থারত প্রবল ঘূর্ণিঝড় ‘ভারদাহ’ আরো পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ ভোর ৬ টা থেকে একই স্থানে অবস্থান করছে। এটি আরো পশিশ্চম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দূর্বল হতে-হতে আজ সন্ধ্যা নাগাদ ভারতের উত্তর তামিলনাড়– ও দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
বাংলা৭১নিউজ/এন