শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র লেবানন-ইয়েমেনে ইসরায়েলের হামলা, গাজায় নিহত আরও ২১ সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হারিকেন ‘হেলেনের’ পর এবার ‘মিল্টন’ আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

হারিকেন হেলেনের তাণ্ডবে বিপর্যয় পুরোপুরি কাটানোর আগেই আরেকটি ঘূর্ণিঝড় যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে। বিপজ্জনক এই ঘূর্ণিঝড়ের নাম ‘মিল্টন’। বর্তমানে এটি ১৫৫ কিলোমিটার গতিবেগে মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের উত্তর প্রান্ত অতিক্রম করছে৷ চলতি সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় উপকূলে আঘাত হানার সময় বড় হারিকেনে পরিণত হতে পারে এটি।

বর্তমানে এটি ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগের চেয়ে ভয়ংকর রূপ নিয়ে এটি এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হচ্ছে। ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাসদাতারা বলছেন, উপকূলীয় এলাকায় ‘সম্ভাব্য বিপর্যয়কর’ ঝড়ের ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।

ফ্লোরিডায় হারিকেন হেলেন আঘাত হানার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে বুধবার পূর্ণ শক্তির সঙ্গে হারিকেন মিল্টন জনবহুল শহর টাম্পা সংলগ্ন উপসাগরে আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

ফ্লোরিডিয়ানদের কয়েক বছরের মধ্যে রাজ্যের সবচেয়ে বড় স্থানান্তরের প্রচেষ্টার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘মিল্টন’ ঠিক কোথায় আঘাত হানবে তা জানা না থাকলেও এটি স্পষ্ট যে এটি ফ্লোরিডায় কঠোরভাবে আঘাত হানবে। তিনি এক সতর্কবার্তায় বলেন, লোকজনকে সরিয়ে নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে। সোমবার (৭ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের ধরে নিতে হবে এটি একটি দানব হতে চলেছে। কারণ এটি ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড় হতে পারে বলে আমাদের বলা হয়েছে।’

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পরিচালক কেন গ্রাহাম বলেছেন, মিল্টন রেকর্ড-ব্রেকিং গতিতে একটি ক্যাটাগরি-৫ হারিকেনে পরিণত হয়েছে। বাতাসের গতি ২৪ ঘণ্টার মধ্যে ৮০ নট (১৪৮ কিমি/ঘণ্টা) বেড়েছে। 

তিনি বলেন, ‘এটি আমাদের রেকর্ডে তৃতীয় সর্বোচ্চ।’

ন্যাশনাল হারিকেন সেন্টার সতর্ক করে বলেছে, সোমবার শেষের দিকে ফ্লোরিডার কিছু অংশ জুড়ে প্রবল বৃষ্টি এবং আকস্মিক বন্যা হতে পারে। 

সংস্থাটি আরও জানিয়েছে, ফ্লোরিডার পশ্চিম উপকূলের কিছু অংশে প্রাণঘাতী ঝড়ের ঢেউ এবং তীব্র ঝড়ো বাতাস মঙ্গলবারের শেষ দিকে বা বুধবারের প্রথম দিকে হতে পারে।

ফ্লোরিডায় নতুন হারিকেন মিল্টন এমন সময় আঘাত হানতে যাচ্ছে যখন মার্কিন সরকার সতর্ক করেছে যে, গত মাসে হারিকেন হেলেন আঘাত হানার ঘটনায় পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রচেষ্টা কয়েক বছর লাগতে পারে।

গত মাসের শেষদিকে যুক্তরাষ্ট্রে আঘাত হানে হারিকেন হেলেন।  ফ্লোরিডাসহ ছয়টি অঙ্গরাজ্যকে লণ্ডভণ্ড করে দেওয়া হারিকেন হেলেনের ভয়াবহতা সম্পর্কে সঠিক তথ্য দিতে না পারায় ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কঠোর নিন্দা করেছে মার্কিন সরকার। ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে এ পর্যন্ত ২২৭ জন নিহত হওয়ার খবর মিলেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ফ্লোরিডার হেলেন-আক্রান্ত এলাকায় দুই দিনেরও কম সময়ে ১২ হাজার কিউবিক ইয়ার্ডের বেশি ধ্বংসাবশেষ অপসারণ করা হয়েছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে নিরাপদ না করা পর্যন্ত ধ্বংসাবশেষ অপসারণ অব্যাহত থাকবে। 

হারিকেন হেলেনের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার শত শত রাস্তা এখনও বন্ধ রয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্তদের কাছে সাহায্য পাঠানোর প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

হেলেন সেপ্টেম্বরের শেষের দিকে একটি ক্যাটাগরি-৪ হারিকেন হিসাবে যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছিল। এতে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি, আকস্মিক বন্যা এবং লাখ লাখ বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়।

ফ্লোরিডার পাশাপাশি লণ্ডভণ্ড হয় জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা, টেনেসি এবং ভার্জিনিয়া রাজ্য। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য উত্তর ক্যারোলিনায় অনেকের প্রাণহানি রেকর্ড করা হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর ক্যারোলিনায় আরও ৫০০ সৈন্য মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। এর ফলে হাজার হাজার সরকারি ত্রাণকর্মী ও ন্যাশনাল গার্ডের সাথে মোট দেড় হাজার সৈন্য কাজ করবেন। 

বাইডেন এখন পর্যন্ত ফেডারেল সহায়তা হিসেবে ১৪০ মিলিয়ন ডলার অনুমোদন করেছেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com