বা্ংলা৭১নিউজ, ডেস্ক: বর্বর হামলার পর ব্রিটিশ রাজনীতিবিদ ও লেবার দলের এমপি জো কক্স মারা গেছেন। ব্রিটিশ পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে। ব্রিস্টলের একটি আসন থেকে জো কক্স এমপি নির্বাচিত হয়েছিলেন।
কক্সের মৃত্যুর পর ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের থাকা না থাকার প্রচারণা অনেকটা থেমে গেছে। তিনি ছিলেন ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষের একজন স্পষ্টবাদী রাজনীতিক। ব্রিস্টলের একটি জনসভায় অংশ নিতে গিয়ে জো কক্স গুলিবিদ্ধ ও ছুরিকাহত হন। এ ঘটনায় অন্য একজন সামান্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইয়র্কশায়ারের ৫২ বছর বয়সী এক মহিলাকে আটক করা হয়েছে। একজন প্রত্যক্ষদর্শী স্কাই নিউজকে জানিয়েছেন, দুজন পুরুষের মধ্যে হাতাহাতির ঘটনা থামাতে গেলে তাদের একজন নারী এমপি-কে গুলি করে। দুই সন্তানের জননী জো কক্স কেমব্রিজ থেকে গ্রাজুয়েট করেছেন এবং ২০১৫ সালে ব্রিটিশ সংসদের সদস্য হন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন লেবার দলের প্রধান জেরেমি কোরবিন।
বা্ংলা৭১নিউজ/সিএইস