অভিনেত্রী পরিচয়ের পর গায়িকা হিসেবে আলাদা পরিচিতি তৈরি করেছেন নুসরাত ফারিয়া। আজ রবিবার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন গান। ‘হাবিবি’ শিরোনামের গানটির ভিডিওতে তার সঙ্গে নেচেছেন একদল নৃত্যশিল্পী। এসভিএফ প্রকাশিত এটি নুসরাতের তৃতীয় গান।
‘হাবিবি’র কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। নুসরাত ফারিয়া জানিয়েছেন, ‘গানটি পপ অ্যারোবিক ফিউশন। ভিডিওটিও সেভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। ভিডিওর শুটিং হয়েছে মুম্বাই থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে একটি রাজপ্রাসাদে।’
এর আগে এসভিএফের চ্যানেলে ‘পটাকা’ এবং ‘আমি চাই থাকতে’ শিরোনামে গান প্রকাশ করেছিলেন নুসরাত ফারিয়া। সিনেমায়ও প্লেব্যাক করেছেন তিনি।
বাংলা৭১নিউজ/এসএন