বাংলা৭১নিউজ,(সিরাজগঞ্জ)প্রতিনিধি: সিরাজগঞ্জে হানিফ পরিবহনের বাসের চাপায় এনা পরিবহনের এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে কামারখন্দের মফিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে যানবাহনের দীর্ঘ লাইন থাকায় ধীর গতিতে চলাচল করছে ঢাকা-উত্তরবঙ্গগামী যানবাহন।
এদিকে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, সকাল ৮টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের মফিজ মোড়ে বুড়িমারি থেকে ঢাকাগামী বরকত পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরিতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় কেউ হতাহত না হলেও রাস্তায় যানবাহন আটকে যায়। এতে মহাসড়কের দু’পাশে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়।
এ সময় অপেক্ষমান এনা পরিবহনের হেলপার দুর্ঘটনার স্থানটি দেখতে যাওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে পেছনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/এমএম