বাংলা৭১নিউজ,চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে ফের প্রবাসীর বাড়িত ডাকাতির ঘটনা ঘটেছে। হাত পা বেঁধে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রবাসী দেলোয়ার হোসেন মিজি(৪৯) ও তার স্ত্রী খুরশিদা বেগম (৪০) কে । গুরুত্বর আহতাবস্থায় তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার গভীর রাতে উপজেলায় ৪নং পশ্চিম সুবিদপুর ইউনিয়নের কামতা গ্রামের মিজি বাড়িতে ।
আহত দেলোয়ার হোসেন জানায়, প্রতিদিনের মতো সে ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। রাত ১ টার সময় মুখোশধারী ৪/৫ জন ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করে ঘুমের মধ্যে তাদের হাত, পা বেঁধে মাথা এবং শরীরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করেন। তিনি আরো জানান, তার স্ত্রী খুশিদা বেগমকে একজন ডাকাত ধরে রাখেন এবং অন্যজন এলোপাথারি মারতে থাকে। ডাকাতের হামলায় আহত হয়ে পড়লে ঘরে থাকা নগদ ৫৭ হাজার টাকা, ৪ টি মোবাইল সেট ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতদল চলে গেলে ডাকচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ফরিদগঞ্জ থানার ওসি মো: শাহআলম জানান, ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য গত মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় প্রবাসীর স্ত্রী শাহানাজ বেগম ও শ্বাশুড়িসহ পরিবারের ৫ সদস্য আহত হয়। প্রায় ১০লক্ষ টাকার মালামাল লুট করে ডাকাত দল।
বাংলা৭১নিউজ/জেএস