শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

হাতিয়ায় চরম দুর্ভোগে ৫ হাজার পরিবার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,(নোয়াখালী)প্রতিনিধি:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কাটেনি বেশ কয়েকটি ইউনিয়নের ৫ হাজার পরিবারের। অর্থের অভাবে এখনও অনেকে ভেঙ্গে যাওয়া ঘরবাড়ি মেরামত করতে পারেননি। একদিকে করোনা, অন্যদিকে বন্যায় আয়-রোজগারহীন পারিবারগুলোর এখন বসবাস খোলা আকাশের নিচে। এমতাবস্থায় দ্রুত পুনর্বাসনের দাবি নদী পাড়ের এসব মানুষদের। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, বেঁড়িবাধ ভেঙ্গে প্রবল বন্যায় ঘরবাড়ি ভেঙ্গে গেছে। নদী ভাঙ্গনে মেঘনা নদীর গর্ভে ভিটে মাটি। ফলে দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ, হরণী, চানন্দী, সুখচর, চরকিং, চরইশ্বর, জাহাজমারা, তমরুদ্দি ও সোনাদিয়া ইউনিয়নের ২০টি গ্রামের মানুষ এখন আশ্রয়হীন। হাতে টাকা পয়সা না থাকায় অনেকে বাড়িঘর মেরামত করতে পারছে না। কেউ কেউ ঋণ করে টাকা ধার নিয়ে বাড়ির কাজ করছে। 

ভুক্তভোগী কয়েকজন জানান, বন্যায় বাড়িঘর সব ভেঙে গেছে। এখন আয় রোজগার ও টাকা-পয়সা কিছুই নেই। ফলে, পরিবার পরিজন নিয়ে বড় বিপদে পড়তে হচ্ছে আমাদের। বেঁড়িবাধ ভেঙ্গে যাওয়ার কারণে প্রবল পানির স্রোতে প্লাবিত হয়েছে এই এলাকা, দ্রুত বাঁধ নির্মাণ না হলে আবারও এই জলোচ্ছ্বাসের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।’ 

হাতিয়া আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস এবং সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলী প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাদের আর্থিক সহায়তা দিয়েছেন। একইসঙ্গে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস এবং বাঁধ নির্মাণের কথা জানিয়েছেন। 

চরইশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাব্বত উল্লাহ বলেন, ‘আমার ইউনিয়নের প্রায় ১ হাজার পরিবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তারা এখন খোলা আকাশের নিচে মানববেতর জীবযাপন করছেন। এমতাবস্থায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানাই।’ 

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ‘প্রাথমিকভাবে এই ক্ষতি সামলে ওঠার জন্য সরকারের পক্ষ থেকে আমরা তাদের সহযোগিতা করেছি। যেসব রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেগুলো মেরামতের ব্যবস্থা নিয়েছি। এছাড়া যাদের বাড়িঘর ভেঙ্গে গেছে সরকারের মেগা প্রকল্প ‘মুজিববর্ষে থাকবে না কেউ গৃহহীন’ এই প্রকল্পের মাধ্যমে খুব দ্রুত তাদের ঘর তৈরি করে দেয়া হবে।’ 

নোয়াখালী জেলা শহর থেকে মেঘনা নদীর কারণে বিচ্ছিন্ন এই দ্বীপে বসবাস করে প্রায় ৮ লাখ মানুষ। দ্রুতই এসব আশ্রয়হীন মানুষদের সরকার পুনর্বাসনের ব্যবস্থা করবে এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com